নিজেকে ব্রান্ড হিসেবে তৈরি করুন এখনই!

আপনি কি জানেন?

বিজ্ঞাপন দিয়ে আপনি আপনার প্রোডাক্ট বা সেবার বিক্রি বাড়াতে পারবেন। কিন্তু নিজেকে ব্র্যান্ড হিসেবে তৈরি করলে আপনার পণ্য বা সেবার মূল্য ৩০০ টাকা থেকে ১ হাজার টাকা করতে পারবেন।  আর এর জন্য আপনার লাগবে  একজন দক্ষ ও অভিজ্ঞ পার্সোনাল পিআর ম্যানেজার। মনে রাখবেন, প্রোডাক্ট কপি করা যায় কিন্তু পার্সোনাল ব্র্যান্ড কপি করা যায় না। তাই, এখনই উপযুক্ত সময় নিজেকে ব্র্যান্ড হিসেবে তৈরি করার। একটা সময় ছিলো যখন কোম্পানি বা প্রোডাক্টকে ব্র্যান্ড হিসেবে তৈরি করা হতো; আর এখন মানুষকে ব্র্যান্ড হিসেবে তৈরি করা হয়। একবার কল্পনা করুন তো, আপনি কোন ডাক্তারের চিকিৎসা নেবেন; যাকে আপনি চেনেন নাকি যাকে চেনেন না? উত্তরটা হিন্দি একটা প্রবাদের মাধ্যমে দেই- “জো দিখতা হ্যা, ওহি বিকতা হ্যা”তাই, নিজেকে ব্র্যান্ড করুন রাইট অডিয়েন্সের কাছে রাইট ওয়েতে। 

আপনি PR ম্যানেজার নিয়োগ করবেন কি করবেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। কি হওয়া উচিত আপনার পিআর স্ট্যাটেজি সেটা ফ্রি কনসালটেন্সির মাধ্যে জেনে নিন।

আপনি হবেন ইন্ডাস্ট্রি হিরো!

প্রত্যেক উদ্যোক্তারই উদ্যোক্তা হওয়ার পেছনে আছে একটি অনন্য গল্প ও ইতিবাচক উদ্দেশ্য। আপনি কি সেসব শেয়ার করেছেন আপনার টার্গেট ক্লাইন্টের সামনে? বললে আপনি হিরো না বললে আপনি জিরো। যারা সফল তাদের গল্প আপনি জানেন।কিন্তু আপনার গল্প কি আপনার অডিয়েন্স জানে? আপনার গল্প গুছিয়ে লেখা এবং প্রকাশ করার দায়িত্ব দিন আপনার পার্সোনাল পিআর ম্যানেজারকে। সময় দিন ছয় মাস থেকে এক বছর। দেখবেন আপনিও হয়ে উঠেছেন একজন ইন্ডাস্ট্রি হিরো।

আমাদের জিনিয়াস ওয়ার্কিং ফর্মুলা!

diagnostic

ডায়াগনস্টিক

+

strategy

স্ট্রাটেজি

+

coworking

ওয়ার্ক

=

notepad

রেজাল্ট

৬ মাস বা তার থেকে কম সময়ের মধ্যে

আমরা এটা কিভাবে করি?

নিচে বিস্তারিত দেওয়া হল। একবার পড়েই তো দেখুন।

diagnostic

ডায়াগনস্টিক ইউর প্রবলেম

 

ব্র্যান্ডিং নিয়ে আপনার একটি রিয়েল প্রবলেম খুঁজে বের করার জন্য, আমরা কিছু প্রাসঙ্গিক প্রশ্ন করি । যেভাবে ডাক্তার আপনার শরীর থেকে রোগ খুঁজে বের করে, ঠিক একই পদ্ধতিতে আমরাও কাজ করি। এরপর আপনার কাজের উদ্দেশ্য, গোল, দক্ষতা, ভ্যালু, বাস্তব পরিস্থিতি, ফিউচার প্ল্যান সব প্রয়োজন বুঝে আমরা আপনার জন্য একটি প্রয়োজন ম্যাপ তৈরি করি।

strategy

প্লানিং দ্যা বেস্ট স্ট্রাটেজি অ্যান্ড সেট গোল!​

একজন PR ম্যানেজারের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ক্লাইন্টের জন্য বেস্ট স্ট্র্যাটেজি তৈরি করা। পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য স্ট্র্যাটেজি যতো ভালো, ব্যক্তিকে ব্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করা ততোটা সহজ। আমরা বিশ্বাস করি বেস্ট স্ট্র্যাটেজি কোন ভাগ্যের বিষয় নয় এটি একটি সায়েন্স। আমরা যেহেতু স্টোরিটেলার তাই ক্লায়েন্টের জন্য পারফেক্ট ও আবেগমাখা গল্পও তৈরি করি। 

coworking

টেস্টিং ফর বেস্ট পসিবিলিটিস!

একটি কংক্রিট প্লান অফ একশন পাওয়ার পর আমরা বেস্ট পসিবিলিটির জন্য স্ট্র্যাটেজি মতো কাজ শুরু করে দেই। আমাদের পদ্ধতি অনুযায়ী আমরা পরীক্ষা করি, স্ট্যাটিজি চেক করি এবং প্রয়োজনে স্ট্যাটাজি পুনঃরায় তৈরি করি। অভিজ্ঞতা আলোকে এই পদ্ধতিই আমাদের সাফল্যের দিকে নিয়ে যায়। 

ফ্রি কনসালটেন্সির জন্য বুক করুন

PR ম্যানেজার নিয়োগ করবেন কি করবেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। কি হওয়া উচিত আপনার পিআর স্ট্যাটেজি সেটা ফ্রি কনসর্টেন্সিতের মাধ্যে জেনে নিন। হেজিটেশন করবেন না ফিক্সড করুন আপনার টাইম।

পিআর কি?

  • পি আর: পাবলিক রিলেশন্স।
  • যোগাযোগের কৌশল: প্রতিষ্ঠান বা ব্যক্তি তার টার্গেট অডিয়েন্সদের সাঙ্গে যোগাযোগ তৈরি করার জন্য পিআর একটি কৌশল।
  • স্ট্যাটেজি: পিআর এর কাজ হচ্ছে রেপুটেশন তৈরী জন্য মিডিয়া রিলেশন, ক্রাইসিসি ম্যানেজমেন্ট, কনটেন, ইভেন্ট, সোশ্যাল মিডিয়া ইত্যাদির কিভাবে ব্যবহার করবেন তার স্ট্যাটেজিক প্ল্যান তৈরী ও বাস্তাবায়ন করা। 
  • লক্ষ্য: পিআর এর লক্ষ্য পূর্ব নির্ধারিত পজেটিভ ইমেজ এবং রেপুটেশন তৈরী করা টার্গেট অডিয়েন্স/স্টেকহোল্ডার/জনসাধারণের মধ্যে। 
  • দুই পক্ষের লাভ: দুই পক্ষই লাভবান হবে এমন ভাবেই পিআর কমিউনিকেশন পরিকল্পনা ঠিক করে।

পিআর মার্কেটিং আসলে কী?

১. পিআর মার্কেটিং রেপুটেশন তৈরীর জন্য একজন ব্যাক্তি, ব্র্যান্ড, পণ্য বা সেবার প্রচারের একটি কৌশল।

২. পিআর মার্কেটিং ব্র্যান্ডের জন্য একটি পজেটিভ ইমেজ তৈরি করতে টার্গেট অডিয়েন্সের সাঙ্গে সম্পর্ক গড়ে তোলার সাথে জড়িত।

৩. পিআর মার্কেটিংয়ের লক্ষ্য হল ব্র্যান্ড অ্যাওয়ারনেস বৃদ্ধি এবং টার্গেট অডিয়েন্সদের সঙ্গে বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করা এবং বিশ্বাস তৈরি করা।

৪. পিআর মার্কেটিং কৌশল ব্যবহার করা হয় সাধারণত মিডিয়া সম্পর্ক, ইভেন্ট প্লানিং, কনটেন্ট তৈরি এবং সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনা করা জন্য।

৫. যেকোনো মার্কেটিং কৌশলের একটি অপরিহার্য দিক হলো পিআর মার্কেটিং এবং এটি একটি ব্যবসার সাফল্যের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে।

পার্সোনাল পিআর ম্যানেজারে কাজ কী?

আপনার ব্র্যান্ডিং এর লক্ষ্য আর্জনের জন্য স্ট্যাটেজি তৈরি করা এবং তা বাস্তবায়নের জন্য কাজ করাই পার্সোনাল PR ম্যানেজারের কাজ।

পার্সনাল পিআর এর মানে কী?

পার্সোনাল পিআর (পাবলিক রিলেশনস) হলো স্ট্র্যাটেজিক কমিউনিকেশোন ও সঠিক মার্কেটিং এর মাধ্যমে একজন ব্যক্তির পার্সোনাল ব্র্যান্ডিং ও রেপুটেশন ম্যানেজ করা। এর মাধ্যমে একজন ব্যক্তির ইতিবাচক প্রচার ও একটি অনন্য পার্সোনাল ব্র্যান্ড তৈরি করা হয়; যা তাঁর ভ্যালু, এক্সপার্টাইজ ও উদ্দেশ্যের প্রতিফলন করে।

পার্সোনাল পিআর এর মধ্যে আছে- একজন ব্যক্তির অনলাইন পরিচয় বহন ও প্রচার, নেটওয়ার্কিং, বিভিন্ন মিডিয়ার সাথে সম্পর্ক তৈরি, মিডিয়া কভারেজ, সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট এবং পার্সোনাল ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি।

পার্সোনাল পিআর এর লক্ষ্য হলো স্বচ্ছতা বাড়ানো, বিশ্বাস বাড়ানো এবং পার্সোনাল ও প্রফেশনাল লক্ষ্য পূরণ।

পিআর মর্কেটিং আসলে কার দরকার?

  • স্টার্টাআপ বা যে কোন বিজনেসের জন্য দরকার– পজিটিভ ব্র্যান্ড অ্যাওয়ারনেস ও রেপুটেশন বৃদ্ধি এবং নিউ কাস্টমার তৈরীর জন্য। 

    প্রত্যেক অন্ট্রোপ্রেনার এর দরকার– ইনভেস্টর এবং কাস্টমার এর সাথে সঠিকভাবে যোগাযোগের জন্য।

    নন প্রফিট অর্গানাইজেশন এর জন্য দরকার– ভলেন্টিয়ার এবং ডোনার এর সঙ্গে সঠিকভাবে কমিউনিকেশনের জন্য। 

    একজন পাবলিক ফিগারের জন্য দরকার- তার ফ্যান এবং স্পন্সরকারী প্রতিষ্ঠানের মধ্যে সঠিক কমিউনিকেশনের জন্য।

    যিনি নিজেকে ব্র্যান্ড হিসেবে তৈরি করতে চাচ্ছেন তার দরকার– নির্ধারিত ফিল্ডে পজেটিভ ভিজিবিলিটি বাড়ানোর জন্য।

একজন অন্ট্রোপেনার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, টিচার, ট্রেইনার, ডক্টরা, অ্যাডভোকেট, কনসালটেন্ট, নেতা অথবা লেখক এর কেন পার্সোনাল পিআর ম্যানেজার দরকার?

এক জন ব্যক্তিকে ব্যান্ড হিসেবে তৈরি করা:

একজন পার্সোনাল PR ম্যানেজার একজন  ব্যক্তিকে ব্র্যান্ড হিসেবে তৈরি  এবং ব্র্যান্ড প্রভাব বৃদ্ধি করতে সাহায্য করে। এটি তাদের ক্ষেত্রের অন্যদের থেকে তাদের আলাদা করতে এবং বিশেষজ্ঞ বা থট লিডার হিসাবে তাদের অবস্থান করতে সহায়তা করে।

পাবলিক ইমেজ ম্যানেজ করা:

একজন পার্সোনাল পিআর ম্যানেজার একজন ব্যক্তির পাবলিক ইমেজ পরিচালনা করতে সাহায্য করে, নিশ্চিত করে যে এটি তার ব্যক্তিগত ব্র্যান্ড এবং ভ্যালুর সাথে সামঞ্জস্যপূর্ণ। তারা কোনো নেতিবাচক মন্তব্য বা সমালোচনাকে মোকাবেলা করার জন্য মিডিয়া কভারেজ এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে।

ইনক্রিজিং ভিজিবিলিটি:

একজন পার্সোনাল PR ম্যানেজার মিডিয়া ইন্টারভিউ, পাবলিক স্পিকিং এঙ্গেজমেন্ট, সোশ্যাল মিডিয়াতে ব্যাক্তির দক্ষতা এবং ব্র্যান্ড মেসেজ প্রচারের প্রত্যেকটা সুযোগ গ্রহণ করে অথবা সুযোগ তৈরি করে। যা তাদের ভিজিবিলিটি বাড়াতে সহযোগিতা করে।

অ্যাটাকিং নিউ অপরচুনিটি:

একজন পার্সোনাল PR ম্যানেজার একজন ব্যক্তির ব্র্যান্ড এবং দক্ষতার প্রচারের মাধ্যমে নতুন সুযোগ যেমন পার্টনারশিপ, কলাবেরেশন, স্পিকিং অপরচুনিটি এবং নতুন ক্লায়েন্ট বা ক্লায়েন্ট আকর্ষণ করতে সাহায্য করে।

সময় বাঁচানো:

একজন পার্সোনাল PR ম্যানেজার রিলেশনশিপ পরিচালনা করে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে, মিডিয়া আউটলেটে, স্টেকহোল্ডার, ক্লায়েন্ট অথবা প্রয়োজনীয় ব্যক্তিদের সঙ্গে। এর মাধ্যমে ওই ব্যক্তির সময় বাঁচে এবং তাদের মূল ব্যবসা বা দক্ষতার ক্ষেত্রে ফোকাস করতে পারে।

যেসব ব্র্যান্ডের সাথে আমরা কাজ করি?

“আমার কাছে যদি শেষ ডলার বাকি থাকতো, আমি তা পাবলিক রিলেশনস-এ ব্যয় করতাম।”

-বিল গেটস

পিআর কাভারেজ দেখতে কেমন?

কী বলছেন তারা, যাদের সঙ্গে কাজ করছি?

প্যাকেজ ১

বছরব্যাপী যা যা করা হবে তার প্রাথমিক ধারণা। আপনার স্ট্যাটিজি নির্ধারণ করার পরে চূড়ান্ত হবে আসলে আমরা কি করবো?

প্লান

✓ডিসকাশন অ্যান্ড রিসার্চ 

✓১বছরের স্ট্র্যাটেজিক পিআর প্লান

✓(পার্সোনাল ব্র্যান্ড পজিশনিং, কী মেসেজ, কমপিটিটর এনালাইসিস, রাইট অডিয়াস এবং রাইট মিডিয়া নির্ধারণ)

নিউজ পেপার

  • ৩৬টি নিউজ কাভারেজ
  • ১০টি ফিচার কাভারেজ
  • ২টি ইন্টারভিউ কাভারে
  • ৫টি আর্টিক্যাল/এডিটোরিয়াল রাইটিং

টিভি চ্যানেল

  • ৬টি টিভি নিউজ
  • ৬টি টিভি প্যাকেজ নিউজ
  • ১টি টিভি টকশো

সোশ্যাল মিডিয়া

 

  • ৫০টি সোশ্যাল মিডিয়া পোস্ট
  • (ফর ফেসবুক পোস্ট, স্টরি, লিংকডইন্ড এবং instagram)

ওয়েবসাইট

  • ডায়নামিক পার্সনাল  ওয়েবসাইট মেকিং
  • ১২টি ব্লাগ রাইটিং
  • ১২টি ই-নিউজ লেটার

ইভেন্ট ও কলাবরেশন

  • ২টি ফিজিক্যাল ইভেন স্পিকিং
  • ৬টি সোশ্যাল মিডিয়া কলাবরেশন প্রোগ্রাম

ক্রাইসিস ম্যানেজমেন্ট

  • ১টি ম্যানেজ ক্রাইসিস

রেপুটেশন/মিডিয়া মনিটারিং

  • মিডিয়া অ্যান্ড সোশ্যাল মিডিয়া মনিটরিং ওভার দ্য ইয়ার। 
  • ১২টি রিপোর্ট প্রেজেন্টেশন

সার্ভিস সাপোর্ট

 

২৪/৭ 

ফ্রি-গিফট

১. ওয়েবসাইট ফুল কন্টিন রাইটিং

২. পোর্টফোলিও ফটোগ্রাফি 

৩. ট্রেনিং- হাউ টু পার্ফেক ইউজ ইয়োর ওয়েবসাইট ও সোস্যাল মিডিয়া?

৪. ট্রেনিং- how to make your story and tell your story to different audience?